1. admin@dakbela.com : admin :
স্বপ্ন দেখিয়ে গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও সংস্থা সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর (প্রতিনিধি - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্বপ্ন দেখিয়ে গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও সংস্থা সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর (প্রতিনিধি

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৬৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়েছে সুশীলন নামে এক ভুয়া এনজিও সংস্থা।
গত ১৯ফেব্রুয়ারী সোমবার উপজেলার কালিনগর এলাকার আঁখি কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামে মরিচপুরান, গোজাকুড়া,আন্ধারুপাড়া, ভোগাইপার সহ গ্রাম গুলোতে সাধারণ মানুষের কাছ থেকে জামানত হিসেবে কয়েক লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে এনজিওটি।

ভুক্তভোগীরা জানান বেশ কিছু দিন ধরে উপজেলার কালিনগর আঁখি কমপ্লেক্সে সুশীলন এনজিও সংস্থা নামে অফিস স্থাপন করে কাবুল খান (৩৬) ও ইমরান হোসেন (৩৯) সহ আরো কয়েকজন অফিস স্টপ । পরে ইমরান হোসেন নিজেকে মাঠকর্মী ও কাবুল খানকে ম্যানেজার দাবি করে বিভিন্ন স্থানে সুশীলন এনজিও নামে টাকা উত্তোলন করেন। তারা সাধারণ মানুষকে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরি ও এক লক্ষ টাকা লাভ ছাড়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন কয়েক লক্ষ টাকা। প্রতি এলাকা থেকে ৩০জন করে লোক নিয়ে কমিটি গঠন করেন এবং ফরম বাবদ ২৫০টাকা গ্রহন করেন। ওই ৩০জন থেকে প্রত্যেক এলাকায় ৫জনকে চুরান্তভাবে এক লক্ষ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ১০হাজার ৫৭০টাকা করে জামানত নেয় ভুয়া এনজিও সুশীলন।

আন্ধারুপাড়া গ্রামের ভুক্তভোগী মনি আক্তার (৪০) বলেন সুশীলন এনজিও আমাদের এক লক্ষ টাকা দেওয়ার কথা বলে একেকজনের কাছ থেকে ১০হাজার ৫৭০টাকা নিয়ে পালিয়েছে। গোজাকুড়া গ্রামের ভুক্তভোগী জামিরা খাতুন (৪৫) বলেন সুশীলন এনজিও অফিসে মাঠকর্মী আমাদের বাড়িতে গিয়ে সমিতি করার কথা বলে যে সমিতি থেকে ঋণ নিলে কোন লাভ দিতে হবে না এবং নানা ধরনের কাজ শেখানোর কথাও বলেন। পরে সমিতির ৩০জন সদস্য থেকে ৫জনকে ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ১০হাজার ৫৭০টাকা করে জমা নেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহের সোমবার দিন আমরা ঋনের টাকা নিতে গেলে দেখি সুশীলন অফিসে তালা লাগানো।

মরিচপুরান(বেনীরগোপ) গ্রামের ভুক্তভোগী অটোচালক জুয়েল মিয়া বলেন সুশীলন এনজিওর কাছ থেকে ১লক্ষ টাকা ঋণ নেওয়ার আশায় আমরা ১০হাজার ৫৭০টাকা করে দেই।সোমবার ঋনের টাকার জন্য তাদের অফিসে গেলে অফিসে তালা লাগানো দেখি।পরে মাঠকর্মী ও ম্যানেজারকে ফোন দিলে তাদের নাম্বার বন্ধ দেখায়।ভুক্তভোগীদের মধ্য থেকে মনি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়ার বলে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছে, তবে প্রতারক চক্রের জাতীয় পরিচয় পত্রের ভুল ঠিকানা থাকায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, তাদের সন্ধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপরাধচক্র কে খুঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর