খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
খুলনা জেলার কয়রায় খালিদ নামে সাত বছরের শিশুকে গলায় কটের রশ্মি পেঁচিয়ে হত্যা করে পরিত্যক্ত একটি বাগানে লাশটি ঝোপের মধ্যে ফেলে চলে যায় কে বা কারা । তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। শুক্রবার অনেক খোঁজাখুঁজি করার পর রাত আনুমান িক 11 টার দিকে তার নানার বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত বাগান এর ঝোপের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী । শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালিদ নামে এক শিশু কয়রা উপজেলার তেতুলতলার ট্রলার ঘাট হতে আনুমানিক বিকেল তিনটার সময় হারিয়ে গেছে এমন সংবাদ প্রচারিত হতে থাকে । অবশেষে খালিদকে পাওয়া গেলও পা গেল মৃত অবস্থায় তার নানার বাড়ি কয়রা থানা তিন নং মহেশপুর ইউনিয়ন তেতুলতলার গ্রামে নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানিয়েছে তার পিতা-মাতা সহ এলাকাবাসী ।