1. admin@dakbela.com : admin :
শ্রীবরদীতে পুরুষ্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

শ্রীবরদীতে পুরুষ্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, ওবায়দুল্লাহ।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর সভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও মোশারফ হোসেনের সঞ্চালনয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমএ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমূখ।

বক্তারা শিক্ষার মানন্নোয়নে নানা দিক তুলে ধরেন। পরে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর