সোলায়মান,স্টাফ রির্পোটারঃ
বাংলাদেশ আ’লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে অনেক অনেক শুভকামনা ও অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন টাংগাইল ৬ আসনে এমপি পদপ্রার্থী :- বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক, সদস্য: আওয়ামী আইনজীবী পরিষদ, আইনজীবী:বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি গণমাধ্যমকে জানান ‘২৮শে সেপ্টেম্বর দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ ১৯৪৭ সালের ঐ দিনে প্রাণপ্রিয় নেত্রী ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্ম গ্রহণ করেছেন। তাঁর সময় উপযোগী সিদ্ধান্ত, সাহসী নেতৃত্ব ও কার্যকরী পরিকল্পনার কারনেই দেশে উন্নতির ছোয়া লেগেছে। বঙ্গবন্ধু যেমনি ভাবে দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, তেমনি শেখ হাসিনা দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের স্বনির্ভরতা ও শক্ত অবস্থান এনে দিয়েছেন।
শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্বনেত্রী হিসেবেও সর্বত্র সমাদৃত। দেশের ভাবমূর্তি উজ্জল করা, দেশে অর্থনৈতিক মুক্তি আনয়ন করা ও স্মার্ট বাংলাদেশ গঠন সহ রূপকল্প ২০৪১ অর্জন করার ক্ষেত্রে তিনি দীপ্ত পায়ে এগিয়ে যাবেন বলে আশা রাখছি। নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁর সুস্বাস্থ্য, আরো সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি’।