মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা
ধনবাড়ী উপজেলায় জেঁকে বসেছে শীত। কনকনে শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন। টানা ৫ দিনেও দেখা মিলেনি সূর্যের।
হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ধনবাড়ী পৌরসভা এবং ধনবাড়ী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
সোমবার ১৫ জানুয়ারি সকালে পৌরসভা প্রাঙ্গনে ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সরকারি অনুদানের কম্বল বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার, হত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ-২০২৪ এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব মোঃ হারুনার রশিদ হীরা চেয়ারম্যান, ধনবাড়ী উপজেলা পরিষদ, ধনবাড়ী, টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী, টাঙ্গাইল।
জনাব মোঃ হাবিবুর রহমান (সুমন) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ধনবাড়ী, টাঙ্গাইল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহাম্মদ মনিরুজ্জামান বকল, মেয়র, ধনবাড়ী পৌরসভা, টাঙ্গাইল। আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ,কাউন্সিলর , মহিলা কাউন্সিলরাসহ সাংবাদিকবৃন্দ।
ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন , শীতবস্ত্র হলো একজন অসহায় শীতার্ত মানুষের শীত থেকে রক্ষার মাধ্যম । অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।
তিনি আরও বলেন, আমরা শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি ।
শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত আছে । আমি পৌরসভার মেয়র হিসেবে পৌর এলাকার প্রত্যেকটি শীতার্ত মানুষের পাশে সব সময় আছি ।