বিভাগীয় ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুর।।।।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য রংপুর, রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন- রংপুর বাসটার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন।
তিনি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে রাজশাহী রুটে বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগে ১৭ জানুয়ারি বুধবার রাতে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধের ঘোষণা দেন বাস মালিক ও শ্রমিক সমিতি। ঘোষণা অনুযায়ী সকাল থেকেই রংপুর বিভাগ থেকে কোনো বাস রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ছাড়েনি। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে রংপুর-রাজশাহী রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা। অনেকের জরুরি কাজ থাকা সত্বেও রাজশাহী যেতে পারছেন না। কেউ কেউ বিকল্প উপায়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আবার কেউ কেউ পার্বতীপুর হয়ে ট্রেনে করে রাজশাহীর পথে রওয়ানা হয়েছে।
উল্লেখ্য গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে। এরই প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে।