1. admin@dakbela.com : admin :
যথাযথ মর্যাদায় ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন করা হয়েছে । ধনবাড়ী উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ যথাযথ মর্যাদায় সকলের অংশগ্রহণের মাধ্যমে পালন করা হয় । শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে এই দিবসের শুভ সূচনা হয় । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন । এসময় সাথে ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সহ ধনবাড়ী উপজেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা । এরপর ধনবাড়ী থানার পক্ষ থেকেও অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয় ধনবাড়ী উপজেলা বিএনপি ,গন অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখা, জামায়াত ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও । বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এসময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এবং প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের পর ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান , ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা মো: শাজাহান উনার বক্তব্যে ধনবাড়ীতে ভূয়া মুক্তিযুদ্ধের পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ উনার বক্তব্যে বলেন,’ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পাকহানাদার বাহিনী আমাদের জাতিকে মেধা শূন্য করতে এবং আমরা যাতে আর কোন দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেই জন্য বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছে । কিন্তু আমরা ঠিকই আজ মাথা উঁচু করে বিশ্বে টিকে আছি । আজ যে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটা শুনতে হচ্ছে আমাদের তা অত্যন্ত বেদনাদায়ক, বিশেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিকট ভীষণ বেদনাদায়ক। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া শুরু করেছে, মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা বাছাই করার জন্য। ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করার জন্য আপনাদের সহযোগীতা কাম্য, আপনারা তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি । জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে ধারণ করে ক্ষুধামুক্ত ,দরিদ্রমুক্ত ,সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ে ধনবাড়ীকে একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি আনতে সকলকে একযোগে কাজ করতে হবে ‘ । আলোচনা অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর