1. admin@dakbela.com : admin :
মিরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। - ডাক বেলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কালিয়াকৈরের বাঙ্গুরী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ আহত-৩ কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মীর মৃত্যু। কুষ্টিয়া বিএডিসির সহকারী প্রকৌশলীর দফতরে দুদকের অভিযান। কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত! রায়পুরায় ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কালিয়াকৈরে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পেটালেন যুবদল নেতা প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ দিনে ৫ ভিকটিম উদ্ধার।

মিরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৩ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।

কুষ্টিয়ার মিরপুরে দোয়া, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দিনের শুরুতে সকল দপ্তর ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ।
এ সময়ে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ্যাড, আবদুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম,পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।

পরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর