মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।
কুষ্টিয়ার মিরপুরে দোয়া, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দিনের শুরুতে সকল দপ্তর ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ।
এ সময়ে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ্যাড, আবদুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম,পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
পরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।