স্টাফ রিপোর্টার
রংপুুরের মিঠাপুকুরে মোঃ রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট চৌধুরীবাড়ি (হেতমপুর) গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়াদ হোসেন ওই এলাকার মোঃ জাকির হোসেন ড্রাইভারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় রিয়াদ হোসেন বাড়ি থেকে স্থানীয় জায়গীর বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। রাতে তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।সোমবার সকালে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াদ হোসেনের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।