এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
সারা বিশ্বের মতো ২৯ সেপ্টেম্বর দেশে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস-২০২৪। এরই ধারাবাহিকতায় শেরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে হাতে ব্যানার নিয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সজবরখিলাস্থ শেরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অসংক্রামক রোগের অন্যতম হৃদরোগ। দেশে হৃদরোগ চিকিৎসায় উন্নতি হলেও এখনো রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের রোগীদের একমাত্র ভরসা। যেখানে দেশের ৮০ ভাগ রোগীর চিকিৎসা হয়ে থাকে। ঢাকার বাইরে সরকারিভাবে শুধুমাত্র একটি মেডিক্যাল কলেজ এবং বেসরকারিভাবে চারটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা রয়েছে। ফলে সঠিক সময়ে ব্যয়বহুল এই চিকিৎসা না পাওয়াসহ নানা কারণে প্রতি বছর পৌনে ৩ লাখ (২ লাখ ৭৩ হাজার) মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, অধ্যক্ষ তপন সারোয়ার। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও পরিবেশ কর্মী মুগনিউর রহমান মনি, শাহরিয়ার মিল্টন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, আল আমিন রাজু প্রমুখ। কর্মসূচীতে ফাউন্ডেশনের সদস্যসহ সূধীজনরা অংশগ্রহণ করেন।