1. admin@dakbela.com : admin :
বিরামপুরে গোলায় উঠার অপেক্ষায়, কৃষকের স্বপ্ন আগাম জাতের সোনালী ধান - ডাক বেলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিরামপুরে গোলায় উঠার অপেক্ষায়, কৃষকের স্বপ্ন আগাম জাতের সোনালী ধান

Sm Shakil
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

 

মো :ফাহিম সরকার, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের সোনালী ধান গোলায় উঠার অপেক্ষায়। মাঠে মাঠে ধান পেকে সোনালী আকার ধারন করেছে। নানা প্রতিকুলাতার পরও ক্ষেতের ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ছোট যমুনা নদীর চরাঞ্চলসহ নিচু এলাকায় স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের ধান পাকতে শুরু করেছে। মাঠে মাঠে সোলানী ধান উঁকি মারছে। সোনালী ধানের ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুঠেছে। কাটলা ইউনিয়নের কৃষক আবু বকর বলেন, কয়েক দিনের মধ্যে সোলালী ধান গোলায় তুলবেন। কেউ কেউ ধান কাটা শুরু করেছেন।একই গ্রামের কৃষক সলিমুদ্দিন জানায় তার ২ বিঘা জমির ধান সোনালী আকার ধারন করেছে, এক বিঘা জমির ধান কাটা হয়েছে আর এক বিঘা জমির ধান ২-১ দিনের মধ্যে ধান কেটে গোলায় তুলবে। কৃষক হাফিজুল জানান তার ৫০ শতক জমি নদী গর্বে বিলিন হয়ে গেছে বাকি ৩০ শতক জমির ধান পাকতে শুরু করেছে । উপজেলায় বিভিন্ন গ্রামে অধিকাংশ আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে খরিপ-২ মৌসুমে স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, ইতোমধ্যে আগাম জাতের জটাবারি,পারিজা ধান কাটা শুরু হয়েছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে মাঠে বর্তমানে যে অবস্থা তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর