লতিফ মন্ডল
(গাইবান্ধা) সাঘাটা উপজেলা প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক ডাকবেলাঃ
গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে শিপন সরকার নামে এক যুবকের বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে শিপন সরকার (২২), ১৫ মে ২০২৪ই- বুধবার, দুপুরে ইরি-বোরো ধান কাটতে মাঠে যায় শিপন সহ আরো বেশ কয়েকজন শ্রমিক, কাটা ধানের বোঝা নিয়ে বাড়িতে ফেরার সময় হঠাৎ বৃষ্টি ও ঝড়ের কবলে পরলে বজ্রপাতের আঘাতে শিপন গুরুতর আহত হয়। সাথে থাকা কৃষাণ ও স্থানীয় লোকজন সহ তাত্ক্ষণিক শিপনকে নিয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু গুরুতর অসুস্থ শিপন পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলেপরে।
উক্ত যুবকের অকাল মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিপনকে একনজর দেখার জন্য আশেপাশের এলাকাবাসী ঐ বাড়িতে ভিড় জমায়।
স্থানীয় ইউপি সদস্য – হালিম মিয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি ডাকবেলা’র প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।