1. admin@dakbela.com : admin :
প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করছেন শেখ হাসিনা -পলক - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করছেন শেখ হাসিনা -পলক

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৯ বার পঠিত

 

কাবিল উদ্দিন কাফি , সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটা গ্রামকে শহরে রূপান্তর করছেন, গ্রামীণ জনপদের জন্য শহরের সকল সেবা নিশ্চিত করছেন। সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক গ্রামে বিদ্যুৎ, পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক উপহার দিয়েছেন।
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ জুলাই) দুপুরে নিজ বাসভবনে অনুষ্ঠিত উপজেলাধীন ১২০ জন আইআরএমপি কর্মীদের মাঝে ১ কোটি ৪৪ লাখ টাকার সঞ্চয়ী চেকসহ সনদপত্র বিতরণ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, একসময় উত্তরবঙ্গকে মঙ্গা পীড়িত অঞ্চল বলা হতো, কিন্তু বর্তমানে আমাদের উত্তরাঞ্চলে কোন মঙ্গা নেই; আমাদের এই অঞ্চলের মানুষজন এখন স্বনির্ভর ও স্বচ্ছল। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আর্থিক সহযোগিতা, এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে, বদলে গেছে আমাদের জীবনমান।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন ধরনের স্বার্থ ও উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের জন্য সকল ধরণের সহযোগিতা ও আর্থিক অনুদান প্রদান করে থাকেন। বাংলাদেশের নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব তাদের উপহার ও অধিকার। কোন জনপ্রতিনিধি যদি নাগরিক অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে ব্যর্থ হয় বা ঘুষ ও অন্যান্য সুবিধা দাবি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

কাবিল উদ্দিন কাফি
০১৭২৩৯৫৯৭৯৮
৬.৭.২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর