রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
নেপালের কাঠমুন্ডতে তায়কোয়ান্দ প্রতিযোগিতায় অংশ নিতে গেলো রাজশাহীর খেলোয়াড়রা। রাজশাহী থেকে ১৬ খেলোয়াড়সহ কর্মকর্তা ও অভিভাবকসহ ২৮ জন যাচ্ছেন কাঠমুন্ডতে । আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর তিনদিনব্যাপী নেপালের কাঠমুন্ডতে এ গেমস অনুষ্ঠিত।
টিমের কোচ হিসেবে আছেন সাকলাযেন জনি, টিম ম্যানেজার রফিকুল ইসলাম।
অন্যান্য বছরের ন্যায় এবারো তায়েকোয়ান্দের খেলোয়াড়রা রাজশাহীর মান উজ্জল করবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।