শেরপুর প্রতিনিধি মোঃ খোকন মিয়া
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেছেন, যাদের নিয়ত নরবর থাকে তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কোন কাজে সফল হতে পারেনা। কাজেই নিয়ত শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত আবহাওয়ায় আশুক কোন কাজ হবেনা। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন ততদিন যতহুমকিই আসুক কাজ হবেনা। দেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে। থাকবে। তিনি আরও বলেন, চরশেরপুর ইউনিয়নের মানুষের নিয়ত অনেক সময় নরবর দেখি। এবার চরশেরপুর বৃহত্তর এ অঞ্চলের উন্নয়ন আমরা করবো। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। জানোয়ার হোসেন ছানু আজ ১২ অক্টোবর সন্ধায় চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ওনসাধারণ সম্পাদক এস খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: খালেক, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, থানা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল, আওয়ামীলীগ নেতা জয়েন উদ্দিন মাহমুদ জয়, ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুল রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রায়হান শামিম, সাখাওয়াত হোসেন বাবুল, ইউপি মেম্বার মুকুল হোসেনসহ আরো অনেকে।
পরে আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রদানে সমর্থন জানিয়ে সভায় বিশেষ মোনাজাত করা হয়