1. admin@dakbela.com : admin :
নিচের ১০টি বৈশিষ্ট্য মিলিয়ে নিন নিজের সাথে"। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিচের ১০টি বৈশিষ্ট্য মিলিয়ে নিন নিজের সাথে”।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

০১. আপনি কোনোকিছুকেই কোনোকিছুতেই “না” বলতে পারেন না, কখনো “না” বলতে বাধ্য হয়ে গেলে ভীষণ অপরাধবোধে জর্জরিত হয়ে পড়েন।

০২. আপনি একা-একা কাঁদেন নিভৃতে, কিন্তু কোনো দুঃখ বেদনাই কাউকে বোঝাতে যান না, “ওরা কী ভাববে?”─ এই ভয়ে।

০৩. প্রথম সাক্ষাতেই সবাইকে বন্ধু ভেবে নেন আপনি, এমনকি আপনার জীবনে অস্থায়ী মানুষ গুলোর সুখের জন্যও আপনি সম্ভবপর সবকিছু করেন।

০৪. আপনি সবার সাথেই চমৎকার আচরণ করেন, সবার প্রতিই উদার, এবং আশা করেন তারাও আপনার প্রতি ওরকম নিঃশর্তে ঔদার্য দেখাবে।

০৫. আপনি বুঝতেই পারেন না─ কে, কখন, কিভাবে, আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, আপনার কাছ থেকে সুযোগসুবিধা নিচ্ছে; কারণ─ আপনি অন্যের কাছ থেকে সুযোগ নিতে জানেন না।

০৬. আপনি কাউকে আঘাত দিতে পারেন না─ না কথায়, না কাজে; এমনই নরম মনের আপনি।

০৭. না-কেঁদে আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না।

০৮. আপনি এমনই অনুভূতিপ্রবণ যে, আপনার প্রতি অন্যের আচরণের সূক্ষ্মতম হেরফেরও বুঝে ফেলতে পারেন তাদের কথা বলার ধরণে, তাদের অঙ্গভঙ্গিতে; কিন্তু এ-ব্যাপারে আপনি কিছুই করতে পারেন না, এমনকি জিজ্ঞেসও করতে পারেন না তাদের এমন ব্যবহারের কারণ।

০৯. আপনি অন্যের ভালো’র জন্য গভীরভাবে ভাবেন, তাদের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করেন, এবং যে-কারও বিপদে পাশে থাকার জন্য ছটফট করেন, সামান্য সুযোগ পেলেই ছুটে যান।

১০. যে-কারও যে-কোনও সমস্যা আপনিই সমাধান করে দেন, অন্যকে হারানোর ভয়ে সবসময় তটস্থ থাকেন, অতিরিক্ত ভালোবাসা, মায়া, স্নেহ, আদরযত্ন বিলিয়ে যেতে থাকেন সবার জন্যই। কিন্তু, শেষপর্যন্ত, দিনশেষে, আপনিই একা। রোজই একা…..!

উপরোল্লিখিত ১০টি বৈশিষ্ট্য মিলিয়ে নিয়েছেন নিজের সাথে? মিলে গেছে? তাহলে, আপনি─ পৃথিবীর সবচেয়ে ইমোশনাল মানুষদের একজন। এই মানুষেরা এই সমাজে সবার দ্বারা ব্যবহৃত। নিজেকে পাল্টান, নতুবা মেনে নিন যে, আপনার দায়িত্বই অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া। অতএব, অভিযোগ করবেন না। আপনি নিজেই এই সমস্তকিছুর জন্য দায়ী। এবং, এসব মোটেই, মানবিকতা নয়, বোকামি, আপনার।

মানবিকতা ও বোকামি একই শব্দ নয় অভিধানে। জগতের সকল প্রাণী সুখী হউক। বেকুবরাও, বুদ্ধিধররাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর