সোলায়মান স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যয় টাঙ্গাইলের নাগরপুরে নতুন বই বিতরণ উৎসব হয়েছে।
সোমবার সকালে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে কলমাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ পূর্বক শিক্ষার গুনগত মান বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলমাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাহাজ উদ্দিন এর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ মিয়া। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার জনাব মোঃ লাল মিয়া, ব্যবসায়ী নূরু মিয়া, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবকবৃন্দ।
আলোচনা শেষে প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।