1. admin@dakbela.com : admin :
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

 

রহিদুল ইসলাম, রাজশাহীঃ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তী। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, আইকিউএসি ডিরেক্টর মো: সাজেদুল ইসলাম, এসিস্টেন্ট প্রক্টর এ জে এম নূর-ই-আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইদ্রিস আলী।
অনুষ্টানে উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তথ্য প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের ক্যারিয়ার ও জীবনে সফলতা অর্জনে প্রয়োজন দক্ষতা অর্জন ও ধৈর্য্যশীল হওয়া। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ড স্কিল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সফট স্কিল ডেভেলপমেন্ট।”
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করে স্নাতক ৩০ ব্যাচ ও মাস্টার্স ২৮ ব্যাচের শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কেক কেটে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশনায় ছিল রিমঝিম নৃত্য গোষ্ঠী ও গান পরিবেশন করে ব্যান্ড দল ছিন্নপাতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর