সাইফুল ইসলাম
নোয়াখালী সংবাদদাতা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নোয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে উক্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান।
তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এখনও তওবার দরজা খোলা আছে, তওবা করুন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন স্বসম্মানে, নচেৎ জনগণ আবারও জাগতে শুরু করেছে, জনগণ থেকে বিছিন্ন হতে হতে মাটির সাথে মিশে যাবে আওয়ামীলীগ নামক দলটি।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন,
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান প্রমুখ। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।