সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে চৌমুহনীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল।
বৃহস্পতিবার বিকেল চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডে চৌমুহনী ইসলামীয়া ডিগ্রি মাদ্রাসায় আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ১৭০টি পরিবারের মাঝে চাল,ডাল,ঔষধ সহ শুকনো খাবার বিতরণ করে শিবির নেতৃবৃন্দ।
ত্রান বিতরনে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ,
তিনি বলেন সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের উচিত। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে শিবির বদ্ধপরিকর। এজন্য তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলাতে তাদের টিম গঠন করে কাজ করছেন। বন্যা শেষ হওয়া অব্দি এই কাজ চলমান থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি দাউদ ইসলাম, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।