1. admin@dakbela.com : admin :
ঘনঘন লোডশেডিং এর কারনে বোরো আবাদ হুমকীর মুখে - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘনঘন লোডশেডিং এর কারনে বোরো আবাদ হুমকীর মুখে

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৬১ বার পঠিত

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর (প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ীতে ঘনঘন লোডশেডিং এর কারনে কৃষকের বোরো আবাদ হুমকীতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা । বোরো ধান খেতে চাহিদা মতো সেচ দিতে না পারায় চলমান বোরো আবাদ নিয়ে আশংকায় রয়েছেন কৃষক। বর্তমানে সেচের অভাবে অনেক এলাকায় বোরো ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একইসাথে চলমান রমজান মাসে ইফতার, সেহেরী ও তারাবির নামাজের সময় স্বাভাবিক বিদ্যুত সরবারাহ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুসল্লীরা। তাই শহরে বিদ্যুত বিতরণ ব্যবস্থা সীমিত করে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে গ্রামের কৃষকের ফসল রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানা গেছে, দেশের খাদ্য চাহিদা মেটাতে নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো আবাদে ২৩ হাজার হেক্টরেরও অধিক পরিমান জমিতে বোরো ধান রোপন করেছেন কৃষকরা। এসব জমির আবাদের লক্ষণও খুব ভালো। আবাদের মাঝামাঝি সময়ে এসে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। দিনেরাতে ২৪ ঘন্টার মধ্যে টানা ২ ঘন্টা সময়ও বিদ্যুত থাকছে না। এতে সেচ মালিক ও কৃষকরা পড়েছেন বিপাকে। তাদের সেচপাম্প নিয়মিত চালাতে পারছেন না। জমিতে চাহিদা মতো সেচ দিতে না পারায় বেশকিছু এলাকার উঠতি বোরো ফসলের খেত ফেটে যাচ্ছে। এই অবস্থা যদি আগামী এক সপ্তাহ চলতে থাকে তাহলে ধানখেত মরে যাওয়ার আশংকা রয়েছে বলে এলাকার কৃষকরা জানান। এছাড়া চলমান রমজান মাসে ইফতার, সেহেরীর ও তারবির নামাজের সময় স্বাভাবিক বিদ্যুত সরবারাহ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুসল্লীরা। তারা অভিযোগ করে বলেন, ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারছেন না। বিশেষ করে চলমান বোরো ফসল রক্ষায় নালিতাবাড়ী উপজেলায় চাহিদা মাফিক বিদ্যুত সরবারাহের জন্য এলাকার এমপি ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এছাড়া যদি বৃষ্টি হয়ে যায় তাহলে প্রাকৃতিকভাবেই সেচ চাহিদা অনেকটা কমে যাবে বলে কৃষকরা জানান।

উপজেলার গোজাকুড়া গ্রামের কৃষক হেলাল বলেন, আমাদের বোরোধান খেতের লক্ষণ ভালো। কিন্তু আমরা বিদ্যুত সংকটের কারনে জমিতে ঠিকমতো পানি দিতে পারছিনা। এতে হুমকীতে আছি আমাদের বোরো আবাদ নিয়ে । সময় মতো জমিতে পানি দিতে না পারলে বোরো ফসল রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই ফসল রক্ষার্থে লোডশেডিং কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা দরকার। আর যদি লোডশেডিং এই অভস্ত্যতা চলতে থাকে বোরো আাবাদ রক্ষা করা সম্ভব হবে না।

উপজেলার গোজাকুড়া গ্রামের সেচপাম্প গেয়াস উদ্দিন ও হোসাইন মিয়া বলেন, আমরা গভীর সেচপাম্প থাকলেও বিদ্যুতের লোডশেডিং এর কারনে সেচপাম্প চালাতে পারছি না। একটানা দুই ঘন্টাও বিদ্যুত পাচ্ছিনা। বার বার লোডশেডিং এর কারণে যেকোনো সময় শর্ট সার্কিটের ফলে সেচপাম্প পুড়ে যেতে পারে যা আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব । এবং সময় মতো সেচযন্ত্র চালাতে না পারায় এখন কৃষকের জমি ফেটে যাচ্ছে। কৃষকরা জমিতে সেচ দিতে না পেরে অনেক সময় আমাদের সাথে র্দুব্যবহার করছে। তারা আরো বলেন, শহরে বিদ্যুত বিতরণ সীমিত করে কৃষকের ফসল বাঁচাতে গ্রামে কমপক্ষে একটানা ৮ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হলে চলমান বোরো ফসল রক্ষা করা সম্ভব হবে।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, নালিতাবাড়ী উপজেলায় ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন কৃষকরা। কৃষকের বোরো ফসল রক্ষায় লোডশেডিং কমাতে আমরা বিদ্যুত বিভাগের সাথে কথা বলে দ্রত পদক্ষেপ নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আখতারুজ্জামান জানান, চলমান মাহে রমজান মাসে , বোরো আবাদ ও গরমের কারনে বিদ্যুতের দ্বিগুণ চাহিদা বেড়েছে। তাছাড়া নালিতাবাড়ীত ২০ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এর বিপরীতে ৬/৭ মেঘাওয়াট বিদ্যুত বরাদ্দ পাওয়া যাচ্ছে। তাই বোরো মৌসুমে কৃষকের খেতে স্বাভাবিক সেচ দিতে অতিরিক্ত বিদ্যুত বরাদ্দের জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি ইলিশায় রিছিল বলেন, বিদ্যুত সংকট একটি জাতীয় সমস্যা। তাই চলমান মাহে রমজানে মুসল্লীদের কষ্ট কমাতে ও চলমান বোরো আবাদে কৃষকের ফসল রক্ষার্থে আমরা বিদ্যুত বিভাগের সাথে কথা বলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবারাহে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর