সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর হয়েছে। নিহত হলেন, কুড়িগ্রামের রাজিবপুর থানার জোয়ানীপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার (৪৫)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত চারদিন আগে শাহিনা তার স্বামীর সাথে চিকিৎসার উদ্দেশ্যে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় তার ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় আসেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে তার ভাইয়ের বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি ওই এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপর দিয়ে হাঁটাহাটি করছিলেন। এ সময় শাহিনা অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনর্চাজ সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তারিখ- ২৭.০৬.২০২৪ইং