কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাতনামা স্কুলেস হত্যা মামলার মুল রহস্য উদ্ঘাটন করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করে লুন্ঠিত মোবাইল ও হত্যায় ব্যবহারিত ছুরি উদ্ধার করা হয়। পরে ভিকটিমের মোবাইল ফোনসহ আসামী মাহাবুব হোসেন বাঁধনকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতে বাঁধনের দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি মতে ২য় আসামী সুজন মিয়াকে গ্রেফতারসহ একটি ধারালো ছুরি উদ্ধার করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ভিকটিম ইমরান হোসেন শান্তকে সনাক্ত করে তার চাচা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আজ (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানার আয়োজনে এক আলোচনা সভা ও প্রেস কনফারেন্সের মাধ্যমে কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এ,এফ এম নাসিম সাংবাদিকদের এ তথ্য দিয়ে থাকেন।