1. admin@dakbela.com : admin :
গাইবান্ধার ফুলছড়িতে প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়িতে প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৫৮ বার পঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তি এন্তাজ আলী (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সন্যাসিরচর এলাকার মোঃ আব্দুল আজিজ ও একই এলাকার আব্দুস সাত্তার গংএর মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসতেছিল। এরই জেরধরে রবিবার রাতে মোঃ আব্দুল আজিজ এর ছেলে এন্তাজ আলী ও তার স্ত্রী মোছাঃ তারা ভানু মেয়ের বাড়ি হতে নিজ বাড়িতে ফেরার পথে মোঃ আব্দুস সাত্তার গং একই এলাকার জনৈক নাজমুল হুজুরের বাড়ির সামনে তাদেরকে একা পেয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন চালায়। এই সময় প্রতিপক্ষের আঘাতে এন্তাজ আলী ও তার স্ত্রী তারা ভানু গুরুতর আহত হয়। তাদের আত্ম চিৎকারে পরিবার ও এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে চিকিৎসার জন্য প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জামালপুর জেনারেল হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দুপুরে এন্তাজ আলীর মৃত্যু হয়।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের পিতা মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ৮ জনকে আসামী করে একটি মামলা দ্বায়ের করেন। যার নং ০২, তারিখঃ ০৩-০৬-২০২৪। তিনি আরও বলেন এই ঘটনায় এখন পর্যন্ত তিন আসামীকে আটক করা হয়েছে বাকী আসামীদের ধরতে অভিযান চলমান আছে। মৃতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, মঙ্গলবার সকালে সেখানেই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর