এস কে সুমন : কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যপদ লাভ করলেন জেলায় কর্মরত ৩০ গণমাধ্যমকর্মী। দীর্ঘদিন পর সাংবাদিকদের মাতৃসংগঠন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পেরে আনন্দিত নতুন সদস্যরা। গণমাধ্যমকর্মীদের নতুন সদস্যপদ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন। তিনি জানান, গত ০৪-১১-২৩ইং তারিখে কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫ সদস্য বিশিষ্ঠ নতুন সদস্যপদ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। যাচাই-বাছাই কমিটির আহবায়ক ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিসুজ্জামান ডাবলু, সদস্য ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু ও নির্বাহী সদস্য মোহম্মদ আলী জোয়ার্দ্দার। উক্ত কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ৩০ গণমাধ্যমকর্মীকে নতুন সদস্যপদ দেয়ার সুপারিশ করেন। এছাড়া বিধি মোতাবেক শর্ত পূরণ না হওয়ায় ৬টি আবেদনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করেন এবং গঠনতন্ত্রে ধারা পূরণ না হওয়ায় একটি আবেদন সরাসরি বাতিল করেন যাচাই-বাছাই কমিটি। যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে জেলার ৩০ গণমাধ্যমকর্মীকে নতুন সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী পরিষদ। কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যপদ লাভ করেছেন তারা হলেন, এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহম্মেদ, দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নুরুন্নাহার সীমা, দি কুষ্টিয়া টাইমস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহনাজ আমান, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আহম্মেদ খান, দৈনিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নবীন, ঢাকা ট্রিবিউন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহম্মেদ, দৈনিক সত্য খবর পত্রিকার নির্বাহী সম্পাদক টপি বিশ^াস, দৈনিক সত্য খবর পত্রিকার প্রধান সম্পাদক আল-শাহরিয়ার রহমান, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মজুমদার (হেলাল মজুমদার), দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আনিসুর রহমান, সাপ্তাহিক ইস্পাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিফ বারী চৌধুরী, দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী সায়মা সুলতানা, দৈনিক জনমতামত পত্রিকার সহকারি সম্পাদক রাশেদা পারভীন, দৈনিক গৌড়ীয় প্রভা পত্রিকার সহকারী সম্পাদক শুভাগত প্রামানিক স্বাগত, দৈনিক মাটির ডাক পত্রিকার নিজস্ব প্রতিনিধি আবদুল্লাহ-আল মামুন, দৈনিক প্রতিজ্ঞার সহ-সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক শিকল পত্রিকার স্টাফ রিপোর্টার মাহামুদা মিমি, দৈনিক গৌড়ীয় প্রভা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাজনীন আরা খানম, দৈনিক লালন কন্ঠ পত্রিকার সম্পাদক আনারুল ইসলাম, দৈনিক লালন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম। জেলার ঐতিহ্যবাহি কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পেরে আনন্দিত নতুন সদস্য প্রাপ্ত গণমাধ্যমকর্মীরা। দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেষ চন্দ্র সরকার বলেন, জেলায় কর্মরত মুল ধারার অনেক গণমাধ্যম কর্মী দীর্ঘদিন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পারেনি। প্রেসক্লাব নেতৃবৃন্দের উচিত মুলধারার গণমাধ্যমকর্মীদের সদস্যপদ দেয়া। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন সদস্যপদ দেয়া হয়নি। দীর্ঘদিন পরে হলেও কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমি আশা করছি প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামীতে এ ধারা অব্যহত রাখবেন।