হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৬১ দশমিক ০৮ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার মনস্থির করেছেন বলে জানিয়েছেন। জামায়াতকে ভোট দেবেন ১৪ দশমিক ৮২ শতাংশ ভোটার। ৮ দশমিক ১১ শতাংশ ভোটার জানিয়েছেন নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হলে তারা সে দলকে ভোট দেবেন। ইসলামী ধারার দলগুলোকে ৫ দশমিক ০৫ শতাংশ, আওয়ামী লীগকে ২ দশমিক ৯৯ শতাংশ, বাম ধারার দলগুলোকে শূন্য দশমিক ১৯ শতাংশ এবং অন্যান্য দলকে ২ দশমিক ৯৮ শতাংশ ভোটার ভোট দেবেন বলে মনস্থির করেছেন। ইনকিলাবের এক জরিপে এ চিত্র উঠে এসেছে। সারাদেশের ৩৪ জেলার ৪৬ উপজেলা ও ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এ জরিপ পরিচালিত হয়।
জরিপে অংশ নেয়া ৬১ দশমিক ৬১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। তবে ৩৮ দশমিক ৩৮ শতাংশ ভোটার মনে করেন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। কি কারণে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া উচিত এবং কি কারণে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত নয় সে ব্যাপারেও ভোটারগণ নিজেদের মতামত তুলে ধরেছেন। অন্তর্বর্তী সরকারের কত দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেয়া উচিত সে বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন জরিপে অংশ নেয়া ভোটাররা। বর্তমান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ৫ দশমিক ৩৮ শতাংশ ভোটার জানালেও ৯৪ দশমিক ৬১ শতাংশ ভোটার জানান, তারা মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে।