মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আদালতে দ্বারস্থ হওয়ার পর পুলিশ তাকে আটক করে। রোববার দুপুর দিকে নাদিম নামের ওই ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি নূরে আলম। এর আগে শনিবার রাতের দিকে আসামীর অবস্থান সনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাদিম মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকার মোঃ রেনু মিয়ার ছেলে।
বৃদ্ধ বাবা রেনু মিয়া জানান, ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে কেউ বাড়িতে থাকতে পারি নাই। এসময় অন্যের বাড়ি বাড়ি গিয়েও রাত্রীযাপন করতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে সে হত্যার চেষ্টা ও করছে। এলাকায় কয়েকদিন পর পর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সয্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়। পরে পুলিশ তাকে আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, নাদিম গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। আদালতের নির্দেশে আমরা তাকে আটক করি এবং আজ সোমবার আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ১৫ এপ্রিল ২০২৪ ইং।