1. admin@dakbela.com : admin :
জান পাখির নিরামিষ পাটি পাটি নিরামিষ নাম দিয়েছেন আমার আন্টি - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

জান পাখির নিরামিষ পাটি পাটি নিরামিষ নাম দিয়েছেন আমার আন্টি

Sm Shakil
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ বার পঠিত

 

জান পাখির নিরামিষ পাটি
জান পাখির নিরামিষ নাম দিয়েছেন আমার আন্টি

জান পাখি যখন পাটির দাওয়াত দিয়েছেন সাথে আমার আন্টি ছিলো জান বলে আমি পাটি করবো আমি বলি কিশের পাটি জান পাখি বলে এমনি মন চেয়েছেন তোমাকে নিয়ে একটি পাটির আয়োজন করতে আমি বলি ঠিক আছে আমি রাজি কিছু কেনাকাটা লাগবে আমি বলি ঠিক আছে আসচ্ছি তার পড়ে জান পাখি বার বার ফোন করে বলে চালো আসো এতো দেরি কেন আমি বলি ঠিক আছে আসচ্ছি তার পড়ে পাটিতে আসলাম এসে দেখি পাটির কোন আয়োজন দেখিনি আমি বললাম কিশের পাটি জান পাখি বলতে পারেনি আমার আন্টি হঠাৎ বলে দিলো যে আজকের পাটির নাম নিরামিষ পাটি আমি এবং জান পাখি হেসে উঠলাম হাসতে হাসতে জামা কাপড় খুলে গেলো। আমি বলেছি পাটি এতো সাদ কেন সেই সাদ ছিল পাটিটা অনেক আনন্দ উপভোগ করলাম বার বার বলেছি পাটি এতো সাদ কে সেই সাদ
অতঃপর
ভালবাসার সৌধ মিনারে দেখা হয়েছিল দু,জনায়। অজানা অনাবিল সুখের ছোঁয়া লেগেছিল ভাবনায়।কি আশায় যেনো সপ্ন বুনায় কাল্পনিক সুতোয় তোমার আঁকড়ে নিলাম অন্তরে।
শ্রাবনের মেঘের জলের ধারায় প্রবাহিত হয়েছে বারে বারে।আজো যেন শ্রী স্মৃতি অমলিন একদিন কাঙ্ক্ষিত স্বর্গ আমার দরজায় দুজনে মিলে যখন বিশাল সাগর সৈকতে প্রকৃতি উপহার দিল আমাদের দুজনার বসন্তকে অবশেষে পান করি নৌকায় দুজনে সুন্দর নীল পাহাড় চূড়ায় পৌঁছে গেলাম।
স্বপ্ন সুখের পায়রা করে বাসলো জীবনের চলার গতিতে জীবন তো রক্তপিণ্ড বাসা বাঁধলো আমার অন্তর সুখে খুঁজে পেলাম সুখের দিশা তারপর সযতনে তিন তিন করে রুপন করলাম পলাশ গোলাপ বেলি আলোয় ভরে যায় আমার ভুবণ। মোহিত হয় আমার জিবনপাশ। ক্ষত বিক্ষত করে করোনা কখনো নিরাশ ।
(প্রাণ পাখি ) ২৭-০৯-২০২৩ ইং রাত ১২ টা ০১ মিনিট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর