সাইফুল ইসলাম
জেলা সংবাদদাতা নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জে সিলেট মহানগরী জামায়তের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জের ১০নং নরোত্তমপুর ইউনিয়নের পাটোয়ারী হাপায় জামায়েতে ইসলামী সিলেট মহানগরী ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলাদা আলাদা ত্রান বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর (বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছোট ভাই) ফখরুল ইসলাম,
তিনি এইসময় আমীরে জামাতের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এবং এই হাদিয়া ত্রান নয় বরং উপহার হিসেবে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হুসাইন, ওমেন্স কলেজের ডিরেক্টর সিরাজুল হক।
নোয়াখালী জেলা জামাতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বেগমগঞ্জ উপজেলা জামাতের সভাপতি আবু জাহেদ, ১০নং নরোত্তমপুর ইউনিয়নের জামাতের সভাপতি
হাসান তৈয়ব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এ সময় উপস্থিত ছিলেন।