মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফেজ আব্দুল করিম পদত্যাগ করেছেন।
রবিবার (১৮ আগষ্ট) তিনি লিখিতভাবে এ পদত্যাগ করেছেন।
জানা গেছে, অনেক দিন ধরেই কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফেজ আব্দুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। ড. হাফেজ আব্দুল করিম এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করে আসছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
অনেকেই জানিয়েছেন, কুষ্টিয়া আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসাতে দূর্নীতি এরং ইসলাম নিয়ে বিতর্কিত বক্তব্য দেন ড. হাফেজ আব্দুল করিম। তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদও জানান মুসল্লীরা। ছাত্র ও আম জনতার প্রচন্ড চাপের মুখেও পড়েন তিনি। ফলে বাধ্য হয়ে নিজ কর্মের ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ করেছেন।
এ বিষয়ে ড. হাফেজ আব্দুল করিম পদত্যাগপত্রে উল্লেখ করে লিখেছেন, ইসলাম বিরোধী কর্মকান্ডের কারণে ও প্রতিষ্ঠানের অভ্যান্তরীন দূর্নীতির কারণে দুঃখ প্রকাশ করছি এবং আমি পদত্যাগ করছি।