1. admin@dakbela.com : admin :
গাজীপুরের সালনা হইতে জয়দেবপুর বাইপাস রাস্তাটি মরণ ফাঁদ জনজীবন চরম দূর্ভোগে - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুরের সালনা হইতে জয়দেবপুর বাইপাস রাস্তাটি মরণ ফাঁদ জনজীবন চরম দূর্ভোগে

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার পঠিত

সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি

গাজীপুরের সদর থানার সালনা বাজার হইতে জয়দেপুর বাইপাস রাস্তাটি যান চলাচলে অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। নিমার্ণ কাজ সম্পন্ন হওয়ার কিছুদিন যেতে না যেতে রাস্তাটির ৮টি স্থানে বড় গর্ত সৃষ্টি পানি জনে থাকায় খানাখন্দের গর্তে পড়ে পথচারি প্রতিদিনই দূঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে গাজীপুরের সাব রেজিস্ট্রার অফিসের পশ্চিম পাশের রাস্তা যেন এক মরণ ফাঁদ এবং একেবারেই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তায় চলাচলরত পথচারী যানবাহনের ড্রাইভার এলাকাবাসী সূত্রে জানা গেছে গাজীপুর জেলা সাব রেজিস্ট্রার অফিস থাকায় প্রতিদিন বাইপাস রাস্তাটি দিয়ে বাস্তময় থাকে বিপুল সংখ্যক পথচারী জেলার বিভিন্ন স্থান হইতে গাজীপুর জেলা সাব রেজিস্ট্রার অফিস সহ জয়দেপুর ও গাজীপুর জজ কোর্টে যাওয়ার একমাত্র বিলল্প ও সহজ রাস্তাটি বিভিন্ন পয়েন্ট মিলে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামতের খুবই প্রয়োজন। অতি বৃষ্টি হওয়ায় ওই গর্তে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
আবার অনেক সময় গর্তের মধ্যে অতিরিক্ত পানি জমে থাকায় সাধারণ পথচারী ও যানবাহনের চালক বুঝতে পারেন না গর্তের গভীরতা কত এই জন্য তারা তাদের গাড়ি নিয়ে ওই সমস্ত গর্তে আটকে যায় এতে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পথচারী প্রায় দূর্ঘটনার পতিত হয় ।
সালনা বাজার হইতে এক কিলোমিটার পূর্বে গামেন্ট’স থাকায় শ্রমিকরা সর্বচেয়ে আছে কষ্টের মধ্যে রাস্তায় জমে থাকা পানির উচ্চতা রাস্তার তুলনায় অধীক হওয়ায় মুল রাস্তাটি চোখেই যেন পড়ে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের খাম খেয়ালিভাবে কাজ করায় রাস্তার এ বেহাল দশ্যা । রাস্তার দুই পাশ ঠিক রেখে পথচারী চলাচলের রাস্তা সচল রাখার কথা থাকলেও বাস্তবে তা দেখা যায় নাই ফলে প্রতি নিয়ত যানবাহন ,গামেন্টস শ্রমিক , স্কুল- কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, কৃষক ,পথচারী সময়মতো গন্তব্যে যাওয়ার পথে খানা খন্দে পড়ে আহত সহ পঙ্গু হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ার মতো অবস্থা হয়। সাধারণ পথচারী হারুন , জহিরুল, মোস্তফা , অটো চালক জমির মিয়ার সাথে কথা বলে জানা যায় কর্তৃপক্ষ অতি দ্রুত রাস্তার কাজ মেরামতের ব্যবস্থা নিলে সর্ব স্থরের জনগণ উপকৃত হবে।০২-০৮-২০২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর