1. admin@dakbela.com : admin :
শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ফের বন্য হাতীর তান্ডব - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ফের বন্য হাতীর তান্ডব

sm Shakil
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

শেরপুর জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা গুলোতে আবারও বন্যহাতির তান্ডব শুরু হয়েছে। প্রায় প্রতি রাতেই আমন ফসলের জমি নষ্ট করছে বন্যহাতির দল। এতে করে অতিষ্ঠ হয়ে পরেছে এসব পাহাড়ি এলাকার মানুষের জনজীবন। কৃষকেরা তাদের জানমাল ও ফসলি জমি রক্ষায় সর্বদায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। বন্যহাতির কবল থেকে ফসল রক্ষায় দ্রুত সরকারের স্থায়ী পদক্ষেপ গ্রহণের জোরদাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, প্রায় ৪০-৫০টির মতো বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে প্রতিনিয়তই লোকালয়ে নেমে আসে এবং উঠতি আমন ধানের জমিতে হানা দেয়। এতে করে প্রতি বছরে আমন ও বুরো মৌসুমে নষ্ট হয়ে যায় কয়েকশ একর ফসলি জমির ধান। ফসল রক্ষায় কৃষকরা মশাল জ্বালিয়ে, ঢাকঢোল বাজিয়ে, টিন পিটিয়ে ও হৈ-হুল্লোর করে ধানক্ষেত পাহারা দিয়ে আসছেন কৃষকেরা।

এলাকাবাসী জানান, দিনের বেলায় বন্যহাতির দলটি গহীন অরণ্যে লুকিয়ে থাকে। আর সন্ধ্যা ঘনিয়ে এলেই খাদ্যের সন্ধানে বাড়িঘর ও ফসলের মাঠে তান্ডব চালায়। এ সময় ক্ষুধার্ত বন্যহাতিগুলো তাড়াতে গেলে তারাও মানুষের উপর আক্রমণ করে। এতে মাঝে মধ্যেই হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় অনেক কৃষক।

খাবারের সন্ধানে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি, ডালুকোনা, আন্ধারুপাড়া খলচান্দা, বুরুঙ্গা কালাপানি ও সমশ্চুড়া গ্রামের বাসিন্দাদের এখন নির্ঘুম রাত কাটছে জানান এলাকাবাসী। বন্যহাতির তান্ডব থেকে ফসলি জমি রক্ষা করতে গ্রামের লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন। গত কয়েকদিনে পাহাড়ি গ্রামের কৃষকদের প্রায় ২০ একর জমির আমন ধানের গাছ খেয়ে ও পা দিয়ে বিনষ্ট করে দিয়েছে বন্যহাতির দল।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, প্রায় অর্ধশতাধিক বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে এসে কৃষকের ফসলি জমিও সামাজিক বনায়নের চারাগাছ নষ্ট করেছে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হযরত আলী বলেন, প্রতিবছর বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে এসে ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানি ঘটাচ্ছে। এই হাতিগুলো তাড়ানোর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেই। ফলে পাহাড়ি অঞ্চলের মানুষ ও কৃষকরা হাতির ভয়ে নির্ঘুম রাত কাটান। এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার।

এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বন্যহাতির দলটি দিনে উপজেলার পাহাড়ি এলাকার গভীর জঙ্গলে অবস্থান করছে। আর সন্ধ্যা হলেই খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে। আমরা বন্যহাতি ও ফসল রক্ষায় তৎপর রয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর