দুল ইসলাম, রাজশাহীঃ
বিভাগীয় শহর রাজশাহীতে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল ১১টায় এনটিভির রাজশাহী বিভাগীয় অফিসে আলোচনা সভা শেষে কেক কেটে সমাজের বিশিষ্টজনরা দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন।
বক্তারা বলেন, এনটিভি রাজনৈতিক সংকটে, প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকেছে। এনটিভি দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিগত দিনের মতো সামনের দিকেও ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এনটিভির সিনিয়র করেসপনডেন্ট শ.ম সাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ ছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, শাহীন স্কুল রাজশাহী শাখার পরিচালক হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ফেরদৌস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন রিংকু, আওয়ামী লীগ নেতা আলফোর রহমান, বৈশাখী টিভির রিপোর্টার আব্দুস সাত্তার ডলার, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, চ্যানেল-২৪ টিভির ব্যুরো প্রধান আবরার শাঈর সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। #