এস.এম জাহিদ হোসাইন গাজীপুরঃ
আজ শুক্রবার ২২ শে সেপ্টেম্বর ২০২৩ গাজীপুর ভোগড়া বাইপাসে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ২৩০০০ (তেইশ হাজার) টাকা করার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন বাংলাদেশে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সকল স্তরের লোকজনের বেতন ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে ।
এখনো বাড়েনি গার্মেন্টস শ্রমিকদের বেতন কিন্তু বেড়েছে গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া সহ নিত্য নৈমিত্তিক ব্যবহৃত দৈনন্দিন খাবার গুলোর দাম যেমন চাল,ডাল,তেল,আলু,পিয়াজ,রশুন,আদা,মাছ,গোশত, কাঁচাবাজারে যেন লেগেই আছে আগুন । যাহা কোনভাবেই গার্মেন্টস শ্রমিকদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে তাই গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আজ তারা রাজপথে।
গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে নূন্যতম এই সামান্য ৮২৫০ টাকা বেতনে বাড়তি বাড়ি ভাড়া দিয়ে নিত্য নৈমিত্তিক চাহিদা মেটানো কোনভাবেই সম্ভব হচ্ছে না তাই বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ২৩০০০(তেইশ হাজার) টাকা করার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গাজীপুর ভোগড়া বাইপাসে আইবিসি আঞ্চলিক কমিটি শান্তিপূর্ণ সমাবেশ করেন।
শ্রমিকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাজীপুর মেট্রো থানার চৌখস পুলিশ মতিউর রহমান ও তার সহযোগিরা এসআই মতিউর রহমান বলেন গার্মেন্টস শ্রমিকরা কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই তাদের দাবি আদায়ের সমাবেশ সম্পূর্ণ করেন ।