1. admin@dakbela.com : admin :
দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৬ বার পঠিত

 

 

 

 

রহিদুল ইসলাম, রাজশাহী:
দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকাল ৫টায় রাজশাহীতে সাংবাদিক আবু সাইদের ৫৩ তম শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত সভায় এ আহবান জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংস্কৃতিক কর্মী বাসেত প্রামাণিক, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম রিপন।

এসময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নম্বর ওয়ার্ডের আহবায়ক ইউসুফ আলী, সদস্য আল-আমিন হোসেনসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, লুটপাটের রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। পুলিশের সাবেক আইজি হাজার কোটি টাকার মালিক, সাবেক একজন সেনপ্রধানের নামেও রয়েছে অঢেল সম্পদ। সারাদেশে প্রতিযোগিতা করে লুটপাট- দুর্নীতি চলছে। ছাগলকাণ্ডের মতিউর, সাবেক আইজিপি বেনজিরের মতো আরও অনেকেই রয়েছে। তারা জনগণের অর্থ লুটপাট করছে, বিদেশে পাচার করছে। বর্তমানে রাজনীতি লুটেরাদের দখলে চলে গেছে। যে কারণে ত্যাগী নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন। চলমান সব লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান তারা।

এ সময় বক্তারা সাংবাদিক আবু সাইদকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি। বর্তমানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপোষহীন থেকে সাহসী সাংবাদিকতা করতে পারলেই আবু সাইদের সংগ্রাম সার্থকতা লাভ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর