নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপ্রন পরা এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীরোগ ওয়ার্ড থেকে সাদা অ্যাপ্রন পরা রিপা আক্তার (২০) নামের ওই তরুণীকে আটক করে আনসার সদস্যরা।
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের পুরাতন ভবনের স্ত্রীরোগ বিভাগের ২১২ নম্বর লেবার ওয়ার্ডে সাদা অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে হাঁটছিলেন তিনি। এই সময় আনসার সদস্যরা তাকে আটক করে।
২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশদ্বারে দায়িত্বরত মহিলা আনসার সদস্য লুৎফা জানান, রিপা নামের ওই নারী সাদা অ্যাপ্রোন পরে ওয়ার্ডের ভেতরে ঘুরে বেড়াচ্ছিলেন। এই সময় তার কাছে হাসপাতালে আসার কারণ ও পরিচয় জানতে চাওয়া হয়।
রিপা নামের ওই নারী সঠিক কারণ ও পরিচয় দিতে না পারায় বিষয়টি সন্দেহজনক হয়ে পরে কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাকে আটক করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়।
এদিকে, অ্যাপ্রন পরা গ্রেপ্তার তরুণী দাবি করেছেন, তিনি মামুন নামে তার এক বন্ধুর কাছ থেকে অ্যাপ্রোনটি পেয়েছেন।
তবে হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে কেন প্রবেশ করলেন জানতে চাইলে তিনি বলেন, এই হাসপাতালে তার এক বন্ধুর মা আসার কথা ছিল। তাই তিনিও এসেছেন।
তিনি ২০১০ সালে এসএসসি পাস করেছেন বলে জানান। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। থাকেন হাজারীবাগ সেকশন ধল এলাকায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অ্যাপ্রোন পরা ওই তরুণীকে ২১২ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটা সত্য, ওই নারী নিজেকে ডাক্তার বলে পরিচয় দেননি। কিন্তু লেবার ওয়ার্ডে এপ্রোন পরে তার ঘোরাঘুরি ছিল সন্দেহজনক।
তিনি আরও বলেন, কিছুদিন আগে লেবার ওয়ার্ড থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আমরা ওই নারীকে পুলিশে সোপর্দ করছি। পুলিশ বিস্তারিত তদন্ত করবে।