মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়া জেলার ইবি থানাধীন উজানগ্রাম নামক গ্রন্থের এলাকা থেকে সাবিকুন নুর (১৪)নামের এক নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে ছাত্রীর বাবা সরোয়ার হোসেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এসে অভিযোগ দায়ের করেন।
জানা যায়, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন, অপহরণ ও সহযোগিতা করায় এজহার গণ্য করেছেন।
এজাহারে সূত্রে জানা যায়, বাদীর মেয়ে মোছাঃ সাবিকুর নূর (১৪) উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া আসার সময় এজাহারে উল্লেখ্য ১নং আসামী সাজেদ বিশ্বাস বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। মেয়ে আসামীর প্রস্তাবে রাজি না হয়ে উক্ত বিষয়টি আমাকে (ছাত্রীর পিতা) জানালে আমি ২ নং আসামী আবু জাফর ও ৩ নং আসামী ও বখাটের বাবা আলতাব বিশ্বাসকে নিষেধ করলে আসামীগণ আমার উপর ক্ষীপ্ত হয়।
তিনি জানান, আসামীগণ ক্ষীপ্ত হয়ে গত ০৯ জুন সাড়ে ০৭ টায় সময় স্কুলে যাওয়ার সময় ইবি থানাধীন উজানগ্রাম গ্রামের ক্যানাল ব্রিজের উপর পৌঁছালে ০১ নং আসামী ০২ ও ০৩ নং আসামীসহ অজ্ঞাতনামা ০২/০৩ জন আসামীর সহায়তায় আমার মেয়েকে ফুসলায়ে ভুল বুঝায়ে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের ডাক-চিৎকারে পথচারীরা বিষয়টি দেখে আমাকে জানালে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত শুনি এবং সাক্ষীসহ আমার আত্মীয় স্বজনের সহায়তায় আমার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হই। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানার কাছে মর্জি হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইবি থানার সাব-ইন্সপেক্টর ইউসুফ আলী শাহীন জানায়, এই মামলায় একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলমান ।