রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার গুলশানে জাতীয় পার্টি আয়োজিত বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির গুলসান অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি।
সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি এম এ গোফরান, সাবেক এমপি এস আলম, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, মোস্তাকুর রহমান মোস্তাক, রাজশাহী মহানগর জাতীয় পার্টির তরুণ নেতা ও সদর রাজশাহী-২ আসনে জাতীয় পার্টি ঘোষিত সম্ভব্য এমপি পদপ্রার্থী সরদার জুয়েল।
সভায় দলীয় বিষয় ও ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের জাতীয় সংসদ নির্বাচন বিষয়েয় আলোচনা হয়।
সর্বপুরি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।