স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর নওদাপাড়ার আম চত্বর এলাকায় পিকআপের ধাক্কায় ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম নগরীর দড়িখরবেকানা এলাকাের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইসলাম রাস্তা পার হচ্ছিল। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।