1. admin@dakbela.com : admin :
বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান হোছাইন ও নূরী - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান হোছাইন ও নূরী

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৬ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

অবশেষে অবসান হল সব জল্পনা-কল্পনার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃণমূলের রাজনীতিবীদ চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোছাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরীমন আক্তার নূরী।

০৫ জুন’২৪ ইং বুধবার কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দিনব্যাপী সুষ্ঠভাবে ভোট গ্রহন প্রক্রিয়া শেষ হওয়ার পর সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসা শুরু হলে ফলাফল ঘোষণা করেন, উপজেলা রিটার্নিং অফিসার ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী, কৃষি কর্মকর্তা আবু ছালেক, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশল লিফটন ওমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৭৬,৯০৪, ভোট প্রদান করেছেন ৮৭,২০৬ জন ভোটার।

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল নিম্মরুপঃ

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব খোরশেদ আলম। সাবেক এই ছাত্রনেতা দোয়াত কলম প্রতীকে ৬১,৫১১ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্ধীকে হারিয়ে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইমরানুল হক (আনারস) প্রতীক পেয়েছে ২১,৯৭৯ ভোট, শেখ ফখরুদ্দিন চৌধুরী (ঘোড়া) প্রতীকে পেয়েছে ১,২৬৯ ভোট, জাহেদুল হক চৌধুরী মার্শাল (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছে ৩৭৬ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন (বই) প্রতীকে ২১,২১১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আক্তার হোসেন (তালা) প্রতীকে পেয়েছে ১৬,২৬৭ ভোট, আরিফুজ্জমান (চশমা) প্রতীকে পেয়েছে ১৬,১৮৩ ভোট, মোঃ ওসমান গণী (মাইক) প্রতীকে পেয়েছে ১০,২৭০ ভোট, আরিফুর রহমান সুজন (টিয়া পাখি) প্রতীকে পেয়েছে ৮,১৮৮ ভোট, ইমরুল হক চৌধুরী ফাহিম (টিউবওয়েল) প্রতীক পেয়েছে ৬,০৭৯ ভোট। এম. এ মালেক মানিক (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছে ৫,০২৯ ভোট,

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরীমন আক্তার নূরী (ফুটবল) প্রতীকে ৪৫,১৩০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী (কলস) প্রতীকে পেয়েছে ১৯,৫৬০ ভোট, ইয়ামুন নাহার (প্রজাপতি) প্রতীকে পেয়েছে ১৭,৩৪৮ ভোট।

ফলাফল ঘোষনা শেষে বাঁশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার জেসমিন আক্তার দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দিন ব্যাপী উপজেলার প্রত্যন্ত জনপদে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল প্রতিদ্বন্দ্ধী প্রার্থী, ভোটার, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহনকারী সকল আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও সদস্য, সরকারী কর্মকর্তা কর্মচারী সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর