নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮(২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, বড়গাঁও আর.কে. এইচ দাখিল মাদ্রাসা, ডাকঃ বিয়াশ, উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর এর শূন্য পদে একজন সুপার এবং নবসৃস্ট পদে একজন গবেষণাগার/ল্যাব সহকারী নিয়োগ করা হবে। উভয় পদে আগ্রহী প্রার্থীদেরকে পত্রিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংক সিংড়া শাখা,নাটোর, সঞ্চয়ী হিসাব নং ৪৯১২০০২০২৫৭৮৮ এর অনূকুলে অফেরৎযোগ্য সুপার পদে ১৫০০/-, গবেষণাগার/ল্যাব সহকারী পদে ১০০০/- ব্যাংক ড্রাফট/পে অর্ডার ও প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ ভারপ্রাপ্ত সুপার বরাবর আবেদনপত্র আহবান করা হলো।
সুপার ভারপ্রাপ্ত
০১৩০৯১২৪২৯৮
বিজ্ঞাপন দাতাঃ
কাবিল উদ্দিন কাফি
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
০১৭২৩৯৫৯৭৯৮