আশিকুর রহমান বিশেষ প্রতিনিধী
মিঠাপুকুরে দ্বিতীয় ধাপে ৬-ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর ২৩ মিঠাপুকুর ৫ আসনে এমপি- জাকির হোসেন সরকার সমর্থিত প্যানেল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে-মোঃ কামরুজ্জামান (কামরু) (হেলিকপ্টার) মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন,৭০৮৮২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ্ব- মোতাহার হোসেন মন্ডল মওলা, মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন-৪৬৭৫৮ ভোট এবং ভোটের দিন মাঝামাঝি সময়ে ভোট বর্জন করেছেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ সাদমান ইশরাক। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন-১২৮৭।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরন্জন মহন্ত,তিনি তালা প্রতীকে ৫৭৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন-৫৬২৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন কলস মার্কা নিয়ে-৭১৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ দেলওয়ারা বেগম প্রজাপতি মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৭৫৬ ভোট।
১৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সহকারি রিটানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ। জাল ভোট দেওয়ার সময় ২ জন এবং তিন ভূয়া এজেন্টকে আটক করা হয়েছে। এছাড়াও জাল ভোটে সহযোগিতা করার অভিযোগে জাহিদ হোসেন সরকারকে পুলিশ থানা হেফাজতে নেয়া হয় বলে জানা গিয়েছে।