1. admin@dakbela.com : admin :
তান্ডব নীলা চলানোর দ্রুত বিচার আইনের তিন আসামি গ্রেফতার। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তান্ডব নীলা চলানোর দ্রুত বিচার আইনের তিন আসামি গ্রেফতার।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।

কুষ্টিয়ার নানা অপকর্মের হোতা কুষ্টিয়া শহরের চর মিল পাড়া এলাকার হাসিব খা (২৫ ) সহ তিনজন কে লুটপাট ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার করেছেন পুলিশ ।
গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ, অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । কুষ্টিয়া চর মিল পাড়ার মৃত মাসুদ খা এর পুত্র । এই মামলায় পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগত, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, খান ওয়াহেদ রনিসহ ১৬ জন কে আসামি করা হয়েছে । মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা । মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রাত আটটার দিকে উত্তর মিল পাড়া মহাশ্মশান সংলগ্ন সিয়াম স্টোরের মালিক জানি বড়বাজারে দোকানের মালামাল কিনতে গেলে তার স্ত্রী শিখা খাতুন দোকানদারি করছিল । ওই সময় খান মোহাম্মদ ওয়াহিদ রনি, ডাবলু, তারিকুল, রাকিব,ও গ্রীস শাহীন এসে সিগারেট নিলে দোকানি শিখা খাতুন সিগারেটের টাকা চাইলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় ভীত প্রদর্শন করে, এবং ৫০ হাজার টাকার দাবি করে । শিখা খাতুন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রনি মোবাইলে ১০ নাম্বর ওয়ার্ড কাউন্সিলর জগত, ও হাসিব খা কে ডাকে । জগত এসে ওই সময় চিৎকার করে দোকান ভাঙচুর এর নির্দেশ দেয়এবং বলে ওকে ধরে লাশ বানিয়ে নদীতে ফেলে দে । এ কথা বলার সাথে সাথে আসামি জগত , হাসিব, রনি, বিল্লাল, ও রাকিব, দোকান ভাঙচুর ও লুটপাট করে । ওই দোকানে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন হয় ২৫ হাজার টাকার মূল্যের মোবাইল ফোন ভেঙ্গে দেয় ও মালামাল লুট করে, এবং দোকানের ড্রয়ার ভেংগে নগদ ৩২ হাজার টাকা লুট করে । এছাড়াও ৪৮ হাজার টাকা দামের একটি ফ্রিজ ভাঙচুর করে রেখে যায় । এ ঘটনায় দোকানদার জনি শেখ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন । এ মামলায় হাসিব খা( ২৫)সাদ্দাম (২৮) ও সুজন( ২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ । স্থায়ী সূত্রে জানা গেছে হাসিবখা দীর্ঘদিন ধরে উত্তর মিলপাড়া ও চর মিল পাড়া এই দুটি মহল্লায় অপকর্মের সাথে জড়িত সে । এর আগে হাসিব খার মা ও বাবাকে র‍্যাব মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে । হাসিব খা এর বাবা মাসুদ খা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল । হাসিব খা স্থায়ী কিছু প্রভাবশালী নেতার ছাত্র ছাই থাকাই বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যায় । এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এই মামলায়১৬ জন আসামীর মধ্যে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকিদের কেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে দ্রুত সবগুলোকে গ্রেফতার করতে সক্ষম হব ইনশাল্লাহ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর