1. admin@dakbela.com : admin :
আখাউড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবিতে মানববন্ধন - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবিতে মানববন্ধন

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪৫ বার পঠিত

মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের টাকা কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়।
মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন। মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থীর এক লক্ষ টাকা জামানতের সিদ্ধান্ত প্রত্যাহার করে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়। একইসাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবী করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ আখাউড়া শাখার গ্মু সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাসদ যুবজোট নেতা মোঃ সুহেল ভূইয়া।
প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় জাসদ নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধিদের সামর্থের কথা চিন্তা না করে নির্বাচন কমিশন এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। পূর্বের ন্যায় জামানত ১০ হাজার টাকা করা হোক। তাহলে ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এত বিপুল টাকা টাকা জামানতের মাধ্যমে কালো টাকার মালিক ও দূর্নীতিবাজদেরকে উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ, ভালো মানুষ, সাধারণ রাজনীতিবিদ, সুশীল সমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দূর্নীতিবাজরাই ভবিষ্যতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচনে এমপি প্রার্থীদের যেখানে ২৫ হাজার টাকা জামানত, সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার বেশি হতে পারে না।

মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, ১৭-০৪-২০২৪ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর