:ফাহিম সরকার, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর )বিকেলে বিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস এর ৩ দিব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান,বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম,মৎস কর্মকর্তা কাওসার হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার ইসলাম,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ অনেকে।
মেলায় প্রায় ৩৬ টি স্টলের মধ্যে প্রথমস্থান অধিকার করে উপজেলা শিক্ষা অফিস ১ম স্থানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম,২য় স্থান অধিকার করে উপজেলা কৃষি অফিস ২য় স্থানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ এর পক্ষে আবু বকর সিদ্দিক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, তয় স্থান অধিকার করে উপজেলা মৎস অফিস ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিস ৩য় স্থান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন। অতিথিবৃন্দরা ১ম,২য়,ও ৩য় স্থান অধিকারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে বিরামপুর বেলডাঙা সাঁওতাল আদিবাসী সম্প্রদায় ও বি ওয়াই এফসি এর পক্ষ থেকে আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। এবং পাঁচবিবি শিল্পী গোষ্ঠির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়।