সরকার মাজহারুল ইসলাম , গাজীপুর জেলা প্রতিনিধি :
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামে আকাশ মিয়া ও সুমা আক্তার এর একমাত্র ছেলে আরাফাত (১২)। আরাফাত নিখোঁজ হওয়ার ৪ দিন পর বাড়ীর পাশে গভীর গজারীর জঙ্গলে মিলল তার মরদেহ । আরাফাত চর্তুথ শ্রেণির ছাত্র। তার পিতা অটো রিকসা আর মায়ে তালতলী এলাকার সিলবার গার্মেন্টস এ চাকরী করে সংসার চালাতেন । গত শনিবার ৯.৩০ মিনিটের সময় আরাফাত নিখোঁজ হয়ে যায় তার খবর শুনা যায়। বাবা-মা সারা দিন খুজখুজি করে না পেয়ে পরের দিন রবিবার সকালে কালিয়াকৈর থানাতে একটি মিস ডাইরী করেন। অবশেষে মঙ্গলবার দুপুর ১ টার পর বাড়ীর পাশে কলা বাগানে কর্মরত শ্রমিক বাড়ী ফিরে আসার সময় হঠাৎ জঙ্গলে একটি পচন্ত/ গোলিত লাশ দেখতে পাই। তারপর তার পিতা/মাতা ও এলাকাবাসী সনাক্ত করতে সক্ষম হয় যে এই সেই নিখোজ আরাফাত পরে এলাকাবাসী থানায় তথ্যটি জানানো হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম তাৎখনিক ঘটনাস্থলে এসে লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ এ মর্গে পাঠানো হয়। কে বা কারা এই শিশু ছেলেটিকে খুন করেছে তার কোন খবর তাৎখনিক বের করা সম্ভব হয়নি বিষয়টি দাত্বিত্বপ্রাপ্ত পুলিম কর্মকর্তা জানান, তিনি এও জানান যে খুব দ্রুত আসামী কে সনাক্ত/ গ্রেফতার করতে সক্ষম হবে।