1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়া জেলা উলামা পরিষদ এবং কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ কর্তৃক যাকাত ও ফিতরার নেসাব ঘোষণা। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

কুষ্টিয়া জেলা উলামা পরিষদ এবং কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ কর্তৃক যাকাত ও ফিতরার নেসাব ঘোষণা।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫৭ বার পঠিত

 

মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলার প্রতিনিধি ।

অদ্য ১৪/০৩/২০২৪ ইং
রোজ বৃহস্পতিবার কুষ্টিয়া মডেল মসজিদ মিলনায়তনে বেলা ১১.০০ টার সময় কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা উলামা পরিষদ ও কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের যৌথ পরামর্শ সভা, ফিতরা ও যাকাতের নেসাব ধার্য বিষয়ে অনুষ্ঠিত হয়, উক্ত পরামর্শ সভায় কুষ্টিয়ার বাজার মূল্য যাচাইপূর্বক ফিতরা ও যাকাতের পরিমাণ বিষয়ে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।

(-ধার্যকৃত ফিতরার পরিমাণ-)
১/ আটা” আটা হিসেবে ধার্যকৃত ফিতরা ৯০/= টাকা করে।
২/ খেজুর” খেজুর হিসেবে ধার্যকৃত ফিতরা ২৫০০/= টাকা করে।
৩/ কিসমিস” কিসমিস হিসেবে ধার্যকৃত ফিতরা ২০০০/= টাকা করে।
৪/ পনির” পনির হিসেবে ধার্যকৃত ফিতরা ২৩০০/= টাকা করে।
৫/ যব” যব হিসেবে ধার্যকৃত ফিতরা ৫০০/= টাকা করে।

{>যাকাতের ধার্যকৃত নেসাব <}

যাকাতের ধার্যকৃত নেসাব ৭৫০০০/= হাজার টাকা

অতএব ৭৫০০০/= হাজার টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এবং এই সম্পদ এক বছর কাল স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরজ।

পরামর্শ সভায় উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে মাওলানা আব্দুল হালিম শরিফ,
জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম নদভী,
মাওলানা ফিরোজুল আলম, হাফেজ মাওলানা আবু দাউদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল খালেক, মুফতি রেজাউল করিম, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ আরিফুজ্জামান, মাওলানা রেজাউল করিম, মুফতি ফারুক হোসাইন, মাওলানা আবুল কালাম, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মালেক, মুফতি মুক্তারুজ্জামান, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি আব্দুর রউফ, মাওলানা লিয়াকত, মাওলানা সাইদুল ইসলাম, মুফতি আলমগীর
সহ প্রায় ৫০ জন আলেম উপস্থিত ছিলেন।

সমন্বয়ক : কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর