প্রতিনিধি, কাউসার আহমেদ নয়ন ফকির :
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চোরাকারবারী চক্র সরকারী শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চিনি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় নিয়ে আসবে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মহিনন্দ ভদ্রপাড়া সাকিনস্থ চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ টু তাড়াইলগামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী করতে থাকলে ০৬/০৯/২০২৩ইং সকাল ৬.১৫ ঘটিকার সময় তাড়াইল দিক হইতে কিশোরগঞ্জ শহরের দিকে আগত ০১টি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশী করে ট্রাকের ভিতর চিনির বস্তা দেখতে পেয়ে চিনির বৈধ কাগজপত্র দেখাতে বললে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা অভিযুক্ত ১। মোঃ বায়োজিদ খান(৪৮), পিতা-মৃত আব্দুল সোবহান খান, সাং-কৌলিগাতী, থানা-তাড়াইল, ২। মোঃ জাহাঙ্গীর(২৭), পিতা-মোঃ জাফর আলী, সাং-ঝালুপাড়া, থানা-কিশোরগঞ্জ, ৩। মোঃ আশরাফ(৫৫), পিতা-মৃত মীর হোসেন, সাং-মাইজহাটি, থানা-পাকুন্দিয়া, সর্ব জেলা-কিশোরগঞ্জদেরকে ০৫টি মোবাইল ও নগদ ১৭,০০০/-(সতের হাজার) টাকা সহ আটক করা হয় এবং ট্রাকে থাকা অবৈধ ১৪৮৫০(চৌদ্দ হাজার আটশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন
উদ্ধারকৃত ভারতীয় চিনি সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।