মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
৩১ শে জানুয়ারী ‘২৪’ বুধবার ১৫.১০ ঘটিকার সময় কুষ্টিয়া দৌলতপুরে বিদেশি দুইটা পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ রামকৃষ্ণপুর বিওপি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবি, শামীম হোসেন (১৮)কে আটক করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি (৪৭) এর দায়িত্বপূর্ণ এলাকায় রামকৃষ্ণপুর বিওপি এর টহল কমান্ডার নং-৫২৮২৩ হাবিঃ আঃ সাত্তার ‘র নেতৃত্বে মেইন পিলার ১৫৩৬ এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ যাহার জি আর -৭৩৫৬১৬ ম্যাপ নং-৭৮ডি/১৬ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর থানার ভাগজত ঘাট নামক স্থান হতে আসামি শামীম হোসেন (১৮) কে দুইটা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ আটক করা হয়।
ধৃত আসামি শামীম হোসেন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ইনসাফ নগর চরপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে।
জব্দকৃত দ্রব্যাদির আনুমানিক মূল্য প্রায় (২,৪২,৮০০) দুই লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত টাকা।
ধৃত আসামি শামীম হোসেন ও জব্দকৃত দ্রব্যাদি দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।