1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশকের উদ্বোধনী ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - ডাক বেলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার রাকাবের প্রধান শাখায় দু’পক্ষের হাতাহাতি,আহত ১ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহবানঃ আরএমপি কমিশনার সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি। যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে মধুমেলার মাঠের নিলাম

কুষ্টিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশকের উদ্বোধনী ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৫২ বার পঠিত

মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
২৫ শে জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাবলিক লাইব্রেরির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ পরবর্তীতে পাবলিক লাইব্রেরি থেকে কাস্টমস মোড়স্থ জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা। পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মোস্তাসিম জোবায়ের জয়। আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক টুটুল আলী, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মাতিন মিয়া ও ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক নাজমুল হক।
বক্তাগণ তাদের বক্তব্যে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরে আলোচনা করেন-
# শিক্ষাক্রম -২০২১ স্থগিত কর
# সর্বজনীন – বিজ্ঞানভিত্তিক- সেক্যুলার – বৈষম্যহীন ও একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার সংগ্রাম বেগবান কর
# ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোল
স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পূর্ণ হয়েছে।সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে সর্বজনীন গণতান্ত্রিক একইধারার শিক্ষা দেওয়ার কথা থাকলেও আজও তা নিশ্চিত করা হয়নি। বরং এই ৫৩ বছরের শাসকশ্রেণি সেই ধারার বিপক্ষে কাজ করেছেন।শিক্ষাকে একটা বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে। টাকা যার শিক্ষা তার এই নীতিতে চলছে শিক্ষা ব্যবস্থা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা উপকরণের দাম। এই ব্যয়বৃদ্ধির বাজারে আজকে যে কিশোরকে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার কথা সে আজ শিশুশ্রমিকে পরিণত হয়েছে। যে কিশোরীর আজকে স্কুল- কলেজে থাকার কথা সে স্বামীর সংসার সামলাতে ব্যস্ত। তার কারণ তাদের অভিভাবক তাদের শিক্ষার ব্যয় বহন করতে পারছেন না। আমাদের শ্রম আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রক্রিয়ায় অর্থাভাবে একজন শিশু তার শিক্ষাজীবন সমাপ্ত করতে পারে না। সে শ্রমিকে পরিণত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার অধিকার রক্ষার সেই ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ থেকে ছাত্র সমাজের প্রতি সেই আকাঙ্খা পূরণের সংগ্রামে শামিল হওয়ার আহবান জানিয়ে ও সমাবেশ শেষে মিছিলের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের কর্মসূচি ঘোষণা করে এই উদ্বোধনী ছাত্র সমাবেশ ও মিছিল কর্মসূচি শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর